Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বারুগ্রাম আবাসন
স্থান

বহরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বারুগ্রাম গ্রামে অবস্থিত ।

কিভাবে যাওয়া যায়

বহরপুর ইউনিয়নের তেতুলিয়া বাজার হতে নতুনচর প্রাথমিক বিদ্যালয়ের পাশগামী রাস্তা দিয়ে বারুগ্রাম আবাসন যাওয়া যায় । দুরত্বঃ ৩.৫ কি.মি.

যোগাযোগ

দাউদ হোসেন রিমনঃ ০১৭৭৯৮০৮৯০০

ফরিদঃ ০১৭৯৭০১১০৫৭

বিস্তারিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন যেন প্রকৃতির অপার নীলাভূমি। অপরূপ সাজে সজ্জিত নানান দৃশ্য যেন হাতছানি দেয় এখানে ঘুরতে আসা প্রকৃতিপ্রেমীদের।


জেলার বিভিন্ন এলাকা থেকে ভ্রমণপিপাসুরা সপরিবারে ছুটে আসেন এখানে।  বারুগ্রামের আবাসন এলাকায় অবস্থিত বিলের জলছোঁয়া বাতাস ভেসে বেড়ায় মাঠে-প্রান্তরে। আকাশের কালো মেঘের ভেলা দিগন্তরেখার চারপাশে আগুন রাঙায়, আলোড়িত করে হাজারও দর্শনার্থীদের। এমন সুবাতাস পেতে কার না সাধ জাগে? তাই তো দিনের সব কর্মযজ্ঞ শেষে নিজেকে একটু প্রকৃতির ছোঁয়াতে ভাসিয়ে দিতে ছুটে আসেন দর্শনার্থীরা।

প্রকৃতির বৈকালিক স্নিগ্ধতার স্পর্শ পেতে সব বাধা উপেক্ষা করে সব দুঃখ-কষ্ট ভুলে থাকতে নিজেদের হাজির করেন এই প্রকৃতির কাছে।

বারুগ্রামের আবাসনে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক সোহেল মিয়া, সাংবাদিক দেবাশীষ বিশ্বাস, মীর সৌরভ ও রুবেল লালন চিশতি জানান, রাজবাড়ীর মধ্যে বালিয়াকান্দির এই জায়গাটি সত্যি অপূর্ব। প্রকৃতির মুগ্ধতা ও নির্যাস সঙ্গে প্রকৃতির আসল স্বাদ এখানে পাচ্ছেন তারা।

দারুণ এ জায়গাটিতে যেমন রয়েছে সবুজের সমারোহ, তেমনি রয়েছে চারপাশে বিলের থই থই পানি।  বিলের মাঝ দিয়ে বয়ে চলা মেঠোপথ আর পথের দুই ধারে থাকা সারিবদ্ধ বাবলাগাছ প্রৃকতিপ্রেমীদের আরও আকৃষ্ট করে বলেও জানান তারা।